পশ্চিমবঙ্গ
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলে
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাড়িতে ঘরের ভেতর থেকে গলায় দড়ি দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের রামবাঁধ এলাকায়। মৃত যুবকের নাম রমেশ কুমার দাস, বছর ৩২ ।
পুলিশ সূত্রে জানা গেছে, রমেশ কুমার দাস বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলো। মঙ্গলবার দুপুরে বাড়ির লোকেরা তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। রমেশকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ঐ যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়েছে।