বগটুই কাণ্ডঃ ১৪ দিনের পুলিশে হেফাজতে আনারুল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বিস্তর নাটকের মধ্যে দিয়ে গ্রেফতার। আর সেই নাটকীয়তা আদালতে বজায় রাখলেন রামপুরহাট কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। এদিন তাকে আদালতে তোলা হলে, আনারুল জানান, ‘আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি’।আনারুলের আইনজীবীও আদালতে জানান, তাঁর মক্কেল আত্মসমর্পণ করেছেন। না হলে তিনি পালিয়ে যেতে পারতেন।
এদিন আদালত তার রায়ে আনারুল হোসেনকে ১৪ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার রামপুরহাট কাণ্ডে বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী আনারুলে বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, ‘এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন ব্লক সভাপতি আনারুলকে ফোন করা হয়েছিল। কিন্তু ও কোনও দায়িত্ব পালন করেনি। ঠিক সময়ে পদক্ষেপ নিলে হয়তো এই ঘটনা ঘটত না। যারা জেনেশুনে পুলিশকে কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠানো হয়নি। আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে ওকে গ্রেফতার করুন। অনেককে গ্রেফতার করা হয়েছে। যাদের এখনও গ্রেফতার করা হয়নি, তারা যেখানেই থাকুক তাদের গ্রেফতার করুন। আমি আর কোনও অভিযোগ শুনব না।’
এর পরেই মমতার নির্দেশ পেয়ে পুলিশ আনারুলে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে তাকে তারাপীঠ থেকে গ্রেফতার মোবাইলের ট্র্যাক ধরে।
এদিকে আনারুলে অনুগামীদের দাবি এই সব কিছুর নেপথ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতই ফাঁসিয়েছেন আনারুলকে।