fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

বগটুই কাণ্ডের জের! কোনও এলাকায় বোমাবাজির ঘটনা ঘটলেই সেই থানার ওসিকে শো কজ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বগটুই কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ওপরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যে পুলিশ কাজ করে তাকে সালাম, যে কাজ করবে না তার কোনও জায়গা নেই। যারা কাজ করবে না, সেই ধরনের পুলিশ অফিসারদের জন্য পুরো ডিপার্টমেন্ট বদনাম হোক আমি সেটা চাই না।

এদিকে এর পর পরই রাজ্যের সমস্ত থানার সমস্ত পুলিশ কর্মীদের আগামী ১০ দিনের জন্য সমস্ত ছুটি বাতিল করা হল।  যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়। শুধু যারা শারীরিকভাবে অসুস্থ তারা তারা এই নির্দেশের আওতায় পড়ছে না। এমনটাই জানানো হয়েছে নবান্ন সূত্রে।

সারা বাংলা থেকে পুলিশকে দ্রুত অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ। এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে বোমা, পিস্তল,  গুলি বারুদ। এর পরেও যদি কোনও থানা এলাকায় বোমা বাজির ঘটনা ঘটে তার জন্য শোকজ করা হবে সংশ্লিষ্ট থানার ওসি আইসিকে। বিষয়টি নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
Close