বগটুই কাণ্ডঃ আর্থিক ক্ষতিপূরণ সহ স্থায়ী চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ রামপুরহাট কাণ্ডে বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে নিহতদের পরিবারে সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের কথা শোনেন। নিরাপত্তার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে দেখেই কেঁদে ফেলে নিহতের পরিবার। একজন অজ্ঞানও হয়ে যান।
মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি, এই আধুনিক যুগেও কিছু মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে পারে। শুধু কয়েকটি লোকের জন্য এই অশান্তি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন ব্লক সভাপতি আনারুলকে ফোন করা হয়েছিল। কিন্তু ও কোনও দায়িত্ব পালন করেনি। ঠিক সময়ে পদক্ষেপ নিলে হয়তো এই ঘটনা আর ঘটত না। যারা জেনেশুনে পুলিশকে কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠানো হয়নি। আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে ওকে গ্রেফতার করুন। অনেককে গ্রেফতার করা হয়েছে। যাদের এখনও গ্রেফতার করা হয়নি, তারা যেখানেই থাকুক তাদের ধরে আনুন। আমি পালিয়ে গেছে কথা শুনতে চাই না।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, জীবনের বিকল্প চাকরি হতে পারে না। তবে জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের স্থায়ী চাকরির ঘোষণা করেন তিনি। প্রথম বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণে ঘোষণা। নিহতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় যিনি ভর্তি আছে তাকে ১ লক্ষ টাকা ও স্বল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা।