fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বগটুই কাণ্ডঃ হাইকোর্টের নির্দেশ মেনে জোরকদমে তদন্ত শুরু করল সিবিআই

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রামপুরহাট হত্যালীলায় তদন্ত শুরু করল সিবিআই। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই সিট-এর কাছ থেকে তথ্য নিয়ে তদন্তের কাজে নামলেন তারা। শনিবার বগটুই গ্রামে যান সিবিআই আধিকারিকরা। বগটুই গ্রামের  মিহি লাল শেখের অগ্নিদগ্ধ বাড়িতে যায় সিবিআই। ঘটনাস্থল থেকে এদিন নমুনা সংগ্রহও করেন কেন্দ্রীয় ফরেনসিক দল। প্রত্যক্ষদর্শীদের নামের তালিকাও তৈরি করেছেন সিবিআই আধিকারিকরা। দুটি দলে ভাগ হয়ে কাজ করছেন সিবিআই আধিকারিকরা। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। সেই সঙ্গে আনা হয়েছে থ্রি ডি স্ক্যানার। তদন্ত উদঘাটন করতে উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। থ্রি ডি স্ক্যানার-এর মাধ্যমে বোঝা যাবে কিভাবে কিভাবে আগুন লাগানো হয়েছিল সেদিন। এই আগুন বাইরে থেকে লাগানো হয়েছিল, বোমা ছুড়ে আগুন লাগানো হয়েছে তা স্পষ্ট হয় যাবে।

সিবিআই-এর অপর একটি দল রামপুরহাট মহকুমা আদালতে জমা দিয়ে জানায়, তারা এই তদন্ত শুরু করেছে। থানাতে তদন্তের জন্য নথি, এফআইআর কপি, সমস্ত কিছুই পুলিশের থেকে সিবিআই তদন্তের জন্য নিয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামের তালিকা তৈরি করছে। পুলিশ রামপুরহাট কাণ্ডে যে ২২ অভিযুক্তকে গ্রেফতার করেছে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে নিজেদের হেফাজত নিতে পারে। ৩০ জন সদস্যর সিবিআই টিম কাজ করছে।

তিন ভাগে বিভক্ত হয়ে কাজ তাঁরা রামপুর কাণ্ডর তদন্ত চালাচ্ছে। শুক্রবারই বগটুই গ্রামে পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের সেন্ট্রাল ফরেন্সিক টিমের সদস্যরা। তবে গতকাল শুধুমাত্র রেইকি করেই ফিরে গিয়েছিলেন তাঁরা। শনিবার সিবিআই টিমের সঙ্গে ঘটনাস্থলে ফের গিয়েছেন CFSL-এর বিশেষজ্ঞরা। পুড়ে যাওয়া বাড়ি থেকে এদিন নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের।

Related Articles

Back to top button
Close