বগটুই কাণ্ডে ধৃত ৪

যুগশঙ্খ , ওয়েবডেস্ক: বগটুই কাণ্ডে এই প্রথম গ্রেফতার করল সিবিআই। ঘটনায় চার জনকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৪ জনই অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত লালন শেখের সঙ্গী। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বাপ্পা শেখ সাবু শেখ সহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বগটুই গ্রামে অভিশপ্ত ঘটনায় এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। মোবাইলের সূত্র ধরে এদের হদিশ পায় পুলিশ।
প্রসঙ্গত, গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। সেই রাতেই দুষ্কৃতীরা গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় আট জনের মৃত্যু হয়। ফরেনসিক রিপোর্টে দাবি, আটজনকে প্রথমে কুপিয়ে তাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে শেখলাল শেখের স্ত্রী নাজেমা বিবির মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯। মৃত্যুর আগেই নাজেমা বিবির বয়ান রেকর্ড করেছে সিবিআই।
বগটুই কাণ্ডের পরেই রাজ্যের নির্দেশে সিট তদন্ত শুরু করে। এর পরেই হাই কোর্টের নির্দেশে সিট-এর থেকে তদন্তভার নেয় সিবিআই। আপাতত বগটুই কাণ্ডের তদন্তে রয়েছে সিবিআই।
রামপুরহাট সাসপেন্ডেড এএসআই ও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো এসডিপিওকে জেরা করা হয়েছে।