fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

প্রয়াত ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের অন্যতম প্রধান সাক্ষী বক্তার মণ্ডল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ প্রয়াত ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের অন্যতম প্রধান সাক্ষী বক্তার মণ্ডল। ইতিহাসের অন্যতম ঘটনা ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন বক্তার মণ্ডল ৷ বক্তারের মৃত্যুতে বিচারাধীন এই মামলা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

ছোট আঙারিয়া ঘটনা ঘটেছিল ২০০১ সালে ৪ জানুয়ারি। যেই ঘটনায় পাঁচজনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল সিপিএম কর্মীদের বিরুদ্ধে।
উল্লেখ্য, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে ৷ কিন্তু ২০০৯ সালে বক্তার মণ্ডল আদালতে ভুল সাক্ষ্য দেওয়ায় এই মামলা প্রায় ঠান্ডা ঘরে চলে গিয়েছিল ৷ কিন্তু ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার হয় ৷ মামলা ফের শুরু হয় ৷
এই মামলাতে গ্রেফতার হয়ে জেল খেটে পরে বেকসুর খালাসও পেয়েছেন গড়বেতার সিপিআইএম নেতা তপন ঘোষ, সুকুর আলি সহ একদল নেতা।

Related Articles

Back to top button
Close