প্রয়াত ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের অন্যতম প্রধান সাক্ষী বক্তার মণ্ডল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ প্রয়াত ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের অন্যতম প্রধান সাক্ষী বক্তার মণ্ডল। ইতিহাসের অন্যতম ঘটনা ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন বক্তার মণ্ডল ৷ বক্তারের মৃত্যুতে বিচারাধীন এই মামলা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
ছোট আঙারিয়া ঘটনা ঘটেছিল ২০০১ সালে ৪ জানুয়ারি। যেই ঘটনায় পাঁচজনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল সিপিএম কর্মীদের বিরুদ্ধে।
উল্লেখ্য, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে ৷ কিন্তু ২০০৯ সালে বক্তার মণ্ডল আদালতে ভুল সাক্ষ্য দেওয়ায় এই মামলা প্রায় ঠান্ডা ঘরে চলে গিয়েছিল ৷ কিন্তু ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার হয় ৷ মামলা ফের শুরু হয় ৷
এই মামলাতে গ্রেফতার হয়ে জেল খেটে পরে বেকসুর খালাসও পেয়েছেন গড়বেতার সিপিআইএম নেতা তপন ঘোষ, সুকুর আলি সহ একদল নেতা।