fbpx
গুরুত্বপূর্ণবিনোদনহেডলাইন

চলে গেলেন অভিনেতা ইরফান খান, শোকস্তব্ধ বলিউড

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা ইরফান খান।মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন অভিনেতা।

মঙ্গলবারই খবর পাওয়া গিয়েছিল, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভরতি অভিনেতা। মুখপাত্র জানান, কোলোন ইনফেকশন নিয়ে তিনি ভরতি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বুধবারই সব শেষ। বলিউড কাঁপানো অভিনেতা ৫৪ বছরেই বিদায় নিলেন। খবর নিশ্চিত করে টুইট করেছেন পরিচালক সুজিত সরকার। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।

পান সিং তোমার, লাইফ অফ পাই, পিকু, লাঞ্চবক্স, হিন্দি মিডিয়াম, তালোয়ার, ডুব-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন অভিনেতা। তাঁর প্রয়াণে গোটা বলি জগতে শোকের ছায়া নেমে এসেছে।

 

গত সপ্তাহে অভিনেতার মা প্রয়াৎ হন। শনিবার রাজস্থানের জয়পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সইদা বেগম। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। লকডাউনের জেরে মা’কে শেষ বিদায় ভিডিও কনফারেন্সেই জানিয়েছিলেন ইরফান খান। শনিবার রাত্রে রাজস্থানের চুঙ্গি নাকা কবরস্থানে পরিবারের কয়েকজনের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় ইরফানে মা সইদা বেগমের। রাজস্থানের টঙ্ক জেলার নবাব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন  সইদা বেগম।

Related Articles

Back to top button
Close