fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

ফের বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা জগদীপ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে নক্ষত্রপতন ঘটল, প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা জগদীপ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার মুম্বইয়ে জীবনাবসান হল বর্ষীয়ান অভিনেতা জগদীপের। বেশ কয়েকদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে।

 

রমেশ সিপ্পির ছবি শোলে-র সুরমা ভোপালি চরিত্রেই জন্যই সবথেকে বেশি জনপ্রিয় ছিলেন জগদীপ। ছবিতে তাঁর কণ্ঠে বিখ্যাত সংলাপ মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায় এখনও অনুরাগীদের মনে গেঁথে রয়েছে।

এর পাশাপাশি কারাভান, জিনে কি রাহ, হিম্মত সহ বেশ কয়েকটি ছবিতে জগদীপের নজরকাড়া অভিনয় দেখা গিয়েছে। বেশিরভাগ ছবিতে কৌতুক চরিত্রেই ধরা দিয়েছেন অভিনেতা। রামসে ব্রাদার্সের হরর ছবি পুরানা মন্দির-এও কাজ করেছেন তিনি। কুরবানি এবং শাহেনশাহ-র মতো ছবিতে জগদীপের অভিনয় নজর কেড়েছিল।

 

 

তাঁর মৃত্যুতে বলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

Related Articles

Back to top button
Close