
যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ সদ্য প্রয়াত হয়েছেন বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে গোটা বলিউড নড়েচড়ে বসেছে। উঠেছে নেপোটিজমের অভিযোগ। রবিবার সুশান্ত সিং রাজপুতের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা৷ রবিবার বিহারের ভোজপুরে সিআরপিএফ-এর ৪৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে পৌঁছন নানা পটেকর৷ সেখানেই সুশান্তের মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেন তিনি৷
তিনি বলেন, ‘সুশান্ত একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা ছিল৷ ওর অভিনয়ের মধ্যেই তা ফুটে উঠত৷ ও যে নেই সেটা আমার বিশ্বাস হচ্ছে না৷ আমার মনে হচ্ছে যেন নিজের ছেলেকে হারিয়েছি৷ ওর মৃত্যুর খবর আমার বিশ্বাস হচ্ছে না৷ সুশান্তের মতো এত অল্প বয়সি ছেলে আরও ৩০ বছর কাজ করতে পারত৷ এমন ছেলে খুব কমই দেখা যায়৷ সুশান্তের বাবার সঙ্গে দেখা করলাম, আর কী বা করতে পারি।’ ভোজপুরে সিআরপিএফ ক্যাম্পে গিয়ে বেশ কিছুক্ষণ কাটান নানা পাটেকর৷ আধা সেনা জওয়ানদের মনোবল বৃদ্ধির চেষ্টা করেন তিনি৷ সিআরপিএফ জওয়ানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেতা৷ তিনি বলেন যাঁদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা, ইচ্ছা এবং দেশপ্রেম থাকে, তাঁদেরই সেনা উর্দি পরার সৌভাগ্য হয়৷
বলিউড প্রসঙ্গে নানা পাটেকর বলেন, বলিউডে তিনি কখনওই এক নম্বর জায়গা দখল করেননি৷ আর এখন তো পরিস্থিতি আরও বদলে গিয়েছে৷ তিনি বলেন, ‘আমি কখনও কোনও ফাংশন বা পার্টিতে যাই না৷ মুখের উপরে সত্যিটা বলে দিই৷ বলিউডে দলবাজি অবশ্যই আছে, কিন্তু আপনার কাছে প্রতিভা থাকলে নিজের জায়গা তৈরি করে নেওয়া যায়৷ যে যত খুশি দলবাজি করুক না কেন, আপনার মধ্যে কিছু করার ক্ষমতা থাকলে সাফল্য আসবেই৷’