fbpx
বিনোদনহেডলাইন

সুশান্তের গ্লাভস থেকে মিস হয় পরপর সাতটি ছবি, অবসাদ নাকি বলিউডি ষড়যন্ত্র?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  এ যেন এক  উল্কা পতন।  সাফল্যের চরম পর্যায় থেকে আকস্মিক মৃত্যু। এর পেছনে কে দায়ী অবসর নাকি ষড়যন্ত্র? অভিনেতার মৃত্যুর ঘটনা কিছুতেই যেন মেনে নিতে পারছে না বলিউড তথা দেশের সাধারণ মানুষ ৷ সবার মনে একটাই প্রশ্ন, এরকম একজন প্রতিভাবান অভিনেতা কীভাবে আত্মহত্যা করতে পারে?

সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যু রহস্য নিয়ে নানা কথা, নানা সমালোচনা, নানা খবর সামনে আসছে ৷ কেউ মনে করছেন তাঁর এই মানসিক অবসাদ ব্যক্তিগত সম্পর্কের কারণে, কেউ মনে করছেন তাঁর এই মানসিক অবসাদ লকডাউনে থেকে কাজ না পাওয়ার কারণে ৷

সুশান্ত সিংয়ের কেরিয়ার গ্রাফ নিয়েই প্রশ্ন উঠতেই বিস্ফোরক ট্যুইট করে বসেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ৷ ট্যুইটে সঞ্জয় লেখেন, ‘ছিছোড়ে ছবি বক্স অফিসে হিটের পর সুশান্ত মোট ৭টি ছবি সই করেছিলেন ৷ কিন্তু ৬ মাসের মধ্যে সেই সব কটি ছবি থেকে তাঁর হাত ফসকে যায়৷ বলিউডের মানুষেরা এতটাই নিষ্ঠুর৷ আর এই নিষ্ঠুরতাই সুশান্তের মৃত্যুর কারণ ৷’

Related Articles

Back to top button
Close