fbpx
বিনোদনহেডলাইন

বিয়ে করলেন বলি গায়িকা নেহা কক্কর, পাত্র কে জানেন?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অবশেষে বিয়ে করলেন বিখ্যাত বলিউড গায়িকা নেহা কক্কর।
সম্প্রতি নেহা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের বিয়ের ছবি পোস্ট করে চমক দিলেন সকলকে। কোনও হাশ হাশ ওয়েডিংয়ে বিশ্বাসী নন নেহা। বরং রোহনের সঙ্গে প্রেম, বাগদান, বিয়ে সবই রেখেছেন জনসমক্ষে।

২৫ অক্টোবর, শনিবার শিখ ধর্মের আনন্দ করজ মতে, গুরুদ্বারাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নেহা এবং রোহনপ্রীত। অভিনব লেহেঙ্গায় সেজে উঠেছিলেন নেহা। নেহার ভাই গায়ক টোনি কক্কর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে ঢোলের তালে তালে তাঁকে এবং অতিথিদের নাচতে দেখা যায়। করোনা আবহে সমস্ত নিয়ম কানুন মেনেই, সীমিত অতিথিদের তালিকা নিয়ে সম্পন্ন হল বিবাহানুষ্ঠান।

উল্লেখ্য, নেহা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, মেহেন্দি উৎসবের ছবিও শেয়ার করেছিলেন। এমনকি গায়ে হলুদের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রোহনপ্রীতের সঙ্গে নিজের সম্পর্কের বিষয় কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন নেহা।

Related Articles

Back to top button
Close