উত্তপ্ত বোলপুর… দিলীপ ঘোষের সভায় যাওয়ার সময় বিজেপি সর্মথকদের উপর হামলা, গুলিবিদ্ধ ১

জেলা প্রতিনিধি, বোলপুর: দিলীপ ঘোষের সভায় যাওয়ার সময় বিজেপি সর্মথকদের উপর হামলার ঘটনায় গুলিতে আহত হলেন একজন। অভিযোগের তির তৃণমূলের দিকে। বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা ছিল। সেই সভাতে যোগ দেওয়ার জন্য ট্রাক্টর, ছোট হাতি গাড়ি ও বাইকে প্রায় ২০০ জন বিজেপি সর্মথক সিউড়ি যাচ্ছিল। অভিযোগ বেলা ১০.৩০টা নাগাদ সিমুলিয়া বাসস্ট্যান্ডের কাছে ৩০-৪০ জন তৃনমূল সর্মথক পরিকল্পিতভাবে প্রথমে গাড়ি আটকায়। তার পরে লাঠি, বাঁশ নিয়ে আক্রমণ করে এবং গুলি চালাতে শুরু করে।
আতঙ্কে বিজেপি সর্মথকেরা পালাতে শুরু করে, সেই সময় ছোট হাতি গাড়িতে থাকা অভিজিৎ মন্ডল নামের এক বিজেপি সর্মথকের বুকে গুলি লাগে। সে ঘটনাস্থলে পড়ে যায়। গাড়ি, বাইকে ভাঙচুর চালানো হয়। এই পরিস্থিতিতে সিমুলিয়া, পাঁচশোয়া গ্রাম থেকে সাধারণ মানুষ বেড়িয়ে এসে তৃণমূলের দুষ্কৃতীদের তাড়া করে। ধরা পরে যায় একজন। তাকে মারধর করা হয়। সে জানিয়ে দেয় গুলি চালিয়েছে সিমুলিয়া গ্রামের তৃণমূল সর্মথক শেখ নাসির এবং শেখ দোলন। এই পরিস্থিতে রাস্তায় পরে থাকা আহত অভিজিৎকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অভিজিতের বাড়ি সিঙ্গি গ্রামে। বোলপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সভায় যাতে না আসতে পারে তার জন্য বিজেপি কর্মীদের লক্ষ করে গুলি চালানো হয়েছে। একজন আহত হয়েছেন। পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এর প্রতিবাদ করবে’।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে বিভাজনের রাজনীতি করে তৃণমূল: রাজু বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিং বলেন, ‘বিজেপি মিথ্যা অভিযোগ করছে। সিমুলিয়ার ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয়’।