সামশেরগঞ্জে বোমা ফেটে মৃত ১, জখম ১

কৌশিক অধিকারী, বহরমপুর: রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে থানার কুঠিমারী মহবতপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনার জেরে জখম হয়েছেন আরও এক ব্যক্তি।
পুলিশ জানিয়েছে মৃতের নাম মতি সেখ (৩৮)। জখম হয়েছেন মুরসাদ সেখ (২৩) নামে এক যুবক । আহত অবস্থায় মুরসাদ সেখকে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সামশেরগঞ্জ থানার কুঠিমারী মহবতপুর এলাকায় বোমা বাঁধার কাজ করছিলেন এই দুস্কৃতীরা, বোমা বাধার সময় বোমা বিস্ফোরণ ফেটে মৃত্যু হয় মতি সেখের, জখম হন মুরসাদ সেখ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এই ঘটনার সাথে রাজনৈতিক কোন কারন আছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।