fbpx
দেশহেডলাইন

বুস্টার ডোজের ব্যবধান কমাল কেন্দ্র সরকার, ৬ মাস হয়ে গেলেই নেওয়া এই ভ্যাকসিন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দেশে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার টিকার প্রিকওশন ডোজ বা বুস্টার ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে দিল কেন্দ্র সরকার। এবার থেকে আর ৯ মাস অপেক্ষা করতে হবে না, দ্বিতীয় ডোজের পর ৬ মাস হয়ে গেলেই সে এই বুস্টার ডোজ নিতে সক্ষম। এতদিন নিয়ম ছিল, বুস্টার ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান হতে হবে ন’মাস বা ৩৯ সপ্তাহ। নতুন গবেষণায় উঠে এসেছে, এই নিয়মেরও বদল সম্ভব। দ্বিতীয় ডোজের ২৬ সপ্তাহ বা ৬ মাস পরেই বুস্টার নেওয়া যেতে পারে বলে সুপারিশ করেছে টিকা সংক্রান্ত কেন্দ্রীয় পরামর্শদাতা কমিটি ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ (এনট্যাগি)। সরকারও তা গ্রহণ করেছে। তার পরিপ্রেক্ষিতে বুধবার নতুন নিয়মে বুস্টারের ব্যবস্থা করতে সব রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

উল্লেখ্য, সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ৭৬ লক্ষ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেছেন, ১৮-৫৯ বছর বয়সিরা বুস্টার ডোজ নেওয়ার যোগ্য। সরকারি টিকাকেন্দ্রে স্বাস্থকর্মী, কোভিড-যোদ্ধা এবং ষাটোর্ধ্ব যে কোনও নাগরিককে বিনামূল্যে টিকার প্রিকওশন ডোজ দেওয়া হবে।  করোনা সতর্কতায় ‘হর ঘর দস্তক ২.০’ প্রচারাভিযানের মাধ্যমে সকলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

Related Articles

Back to top button
Close