fbpx
দেশহেডলাইন

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, হত ১, আহত ২

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নেপাল পুলিশের গুলিতে উত্তেজনা ভারত নেপাল সীমান্তে। একজন মৃত, দু’জন আহত- ভারত ও নেপাল সীমান্ত এলাকার ঘটনায় চাঞ্চল্য ৷ বিহারের সীতামারি জেলার আধিকারিক জানিয়েছেন, ভারত নেপাল সীমান্তে নেপাল পুলিশের গুলিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ৷

পাটনা ফ্রন্টিয়ারের স্বরাষ্ট্র সীমা বলের ইনস্পেক্টর জেনারল সঞ্জয় কুমার পিটিআইকে এই ঘটনার কথা জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন , স্থানীয় ও সশস্ত্র পুলিশের মধ্যে এই গুলি চালানোর ঘটনা ৷

এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দু জন আহত হয়েছেন গুলিতে ৷ আইজি জানিয়েছেন সশস্ত্র সীমা বল এই ইস্যুতে গুলি চালনা করেনি ৷ আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে এপিএফের সংঘর্ষ হয় ৷ দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয় ৷

 

Related Articles

Back to top button
Close