প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন, থাকবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন মন্ত্রিসভাকে আশ্বাস দিয়ে বলেছেন, তিনি এখন নিছক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। নতুন ওয়েলস বিষয়ক মন্ত্রী স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে একথা জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার ১২ জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছে। এতে গত দুদিনের ঢালাও পদত্যাগে শূন্য হওয়া কিছু পদ পূরণ হয়েছে।
ব্রিটিশ সরকারের একের পর এক মন্ত্রীর পদত্যাগ ক্রমশই চাপ বাড়িয়ে তুলছিল। সাজিদ জাভিদ এবং রিশি সুনাকসহ মঙ্গলবার থেকে সরকারের অন্তত ৩৮ জন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। অব্যাহত বিদ্রোহের মুখে বরিস জনসন নেহাতই নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন বলে খবর। তবে বিরোধীদের চাপের মুখেও সরকার চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় ছিলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগ করতে বলার পর বরখাস্ত করা হয় ব্রিটিশ মন্ত্রী মাইকেল গোভ।
পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাসসহ ক্যাবিনেট সদস্যদের বেশিরভাগই বুধবার পর্যন্ত তার নেতৃত্বে আস্থা প্রকাশ করে এসেছেন। তবে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন বরিস জনসন।