fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নদীতে কাজ করতে গিয়ে নৌকা সহ ডুবে গেলেন এক যুবক

সুমিত কার্যী , আলিপুরদুয়ার: ভরা শীলতোর্ষা নদী থেকে পাথর তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ৷ বুধবার সকাল দশটা নাগাদ নৌকো নিয়ে গৌতম বর্মন ও তার এক সঙ্গি মিলে শীলতোর্ষায় পাথর তুলতে গিয়েছিলেন ৷ পাথর তুলে ফেরার সময় নৌকো সহ উল্টে গেলে একজন সাঁতরে পারে উঠে এলেও গৌতম তলিয়ে যায় ৷

 

 

পরিবারের অভিযোগ যে ঠিকাদার সংস্হার কাজ করছিলেন গৌতম তিনি উপস্হিত থাকলেও বাচাতে যায়নি ৷ খালেক মিঞ্চা বলেন উদ্ধারের জন্য গিয়েছিল অনেকেই কিন্তু ধরতে পারেনি ৷ তলিয়ে গিয়েছে ৷ উদ্ধারের জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা এসে উদ্ধারের কাজ শুরু করেন ৷ দুপুর আড়াইটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি ৷

 

 

স্থানীয় বাসিন্দা সামসুল মিয়া বলেন, সকালে এই ঘটনা ঘটলো আমরা এসে দেখি কিছু নেই তার আগে তলিয়ে গিয়েছে তৎক্ষণাৎ পুলিশ কে খবর দেই সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছায়! আমরা খুবই চিন্তিত এরকম ঘটনা আগে কোনওদিন ঘটেনি! সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি তাপসের বলেন, সকালে 9টা নাগাদ খবর পাই আমরা সাথে সাথে আমি ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করার কাজ শুরু করি এবং তদন্ত চলছে !

Related Articles

Back to top button
Close