
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ দুই লুচি বিক্রেতার ঝামেলা গড়াল রাস্তায়। আর তার মাশুল দিল আট বছরের মেয়ে। ঝগড়ার মাঝখানেই গরম তেলের কড়া। আর সেই তেল ছিটকে লাগল ছোট্ট মেয়েটির গায়ে। সেখানেই সকালে লুচি কেনার জন্য গিয়েছিল ছোট্ট আফসিন শেখ। বর্তমানে হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সে। মুম্বইয়ের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মুম্বইয়ের কুর্লায় দুই লুচি বিক্রেতার মধ্যে বচসা শুরু হয়। হঠাৎ করেই উলটে যায় গরম তেলের কড়া। সেই কড়া উলটেই এই দুর্ঘটনা। ওই দুই লুচি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত ওয়াসিম খালিল আনসারি (৩১) ও মুস্তাকিম হাকিম আনসারি আত্মীয়। দুই ভাই একই বাড়িতে থাকেন, পেশাও এক হওয়ায় প্রায় সময়ই নিজেদের মধ্যে ঝগড়া লেগে থাকত। শনিবারও একই ঘটনা ঘটে। কিন্তু সেই ঝগড়ার মাশুল দিতে হল আট বছরের আফসিনকে।
কুর্লার কসাইওয়াড়া এলাকায় এলাকায় একটি খাবারের দোকান রয়েছে আনসারি পরিবারের। সেখানেই প্রতিদিন সকালে লুচি-সবজি বিক্রি করা হয়। সেখানেই মুনওয়ার আলি নামে পরিবারে এক সদস্যকে নিয়ে প্রাতরাশ কিনতে আফসিন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাড়ির কোনও একটি সমস্যা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়া পৌঁছে যায় হাতাহাতিতে। ধাক্কাধাক্কিতে এক ভাইয়ের সঙ্গে গরম তেলের কড়াইয়ের ধাক্কা লাগে। কড়াইটি উল্টে ফুটন্ত তেল ছিটকে পড়ে আফসিন ও তার মুনাওয়ার আলি উপরে। আফসিনই দোকানের বেশি সামনে দাঁড়িয়ে থাকায় তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আলির পায়ের সামান্য কিছু অংশ পুড়ে গিয়েছে।