fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নাবালিকা প্রেমিকাকে বিয়ে করতে নারাজ প্রেমিক, ধর্নায় প্রেমিকা

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: নাবালিকা প্রেমিকাকে বিয়ে করতে নারাজ ছিল প্রেমিক। সেই কারণে ধর্নায় বসল প্রেমিকা। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার নবীগঞ্জ গ্রামের ঘটনা। বছর ১৭-র নবালিকা প্রেমিকার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ছোট মোল্লাখালি থানার কুমিরমারি গ্রামে। আত্মীয়র বাড়িতে আসার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় হিঙ্গলগঞ্জ এর নবীগঞ্জের গ্রামের বাসিন্দা মহাদেব সরদারের। মহাদেবের বয়স ২১ বছর। এদের মধ্যে প্রথমে আলাপ পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে একাধিকবার কথা, অবশেষে প্রেম আলাপ হয়। প্রায় এক বছর তাদের ভালোবাসার সম্পর্ক চলছিল।

[আরও পড়ুন- ক্ষতিপূরণ চাই না, কংক্রিটের বাঁধ চাই… পোস্টার পড়ল সুন্দরবনে]

মহাদেব বিয়ের প্রতিশ্রুতিও দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেঁকে বসে মহাদেব। সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। আর এরপরেই প্রেমিক মহাদেবের বাড়ির বারান্দায় ধরনায় বসে পড়ে প্রেমিকা। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর, মুখ খোলে প্রেমিক। সে জানিয়ে দেয় যে, প্রেমিকা নাবালিকা। তাঁর বয়স ১৭। তাই এই বিয়েতে রাজি নয় সে।  প্রেমিক মহাদেব উপায় না পেয়ে নিজে মোবাইল ফোনে হাসনাবাদের কেয়া চাইল্ড লাইনের সদস্য শফিকুল ইসলামকে পুরো বিষয়টা জানালে কিছু সময় পর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হাজির হয় মহাদেবের বাড়িতে। তখন দেখা যায় বারান্দায় প্রেমিকা ধর্নায় বসে আছে। পুলিশের সামনে প্রেমিক মুচলেকা দিয়ে জানায় যে, প্রেমিকার বয়স ১৮ হলেই সে বিয়ে করবে। সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মধ্যে এই ধরনের ঘটনায় হতবাক গ্রামের মানুষ।

 

Related Articles

Back to top button
Close