ইটের বদলে পাটকেল, চিন সীমান্তে ‘অপারেশনাল’ নিউক্লিয়ার মিসাইল ব্রহ্মোস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে এবার ক্রুজ মিসাইল কে অপারেশনাল করল ভারতীয় সেনা।
রুশ ও ভারতের যৌথ সমন্বয়ে তৈরি এই ক্রুজ মিসাইল ৩০০ কিলোমিটার দূরে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এখনো পর্যন্ত এর তীব্রতা ও নিপুণতা কাছে কোন দেশে মিসাইল ধারে কাছে নেই। এমনকি প্রচুর পরিমাণেে পরমাণবিক অস্ত্র বহন করতেেে পারে ব্রাহ্মোস।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার গভীর রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাতে শহীদ হয়েছিলেন দুই ভারতীয় জাওয়ান এবং ভারতীয় সেনার এক কর্ণেল । খবরটি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল চাঞ্চল্য ছড়িয়ে ছিল ভারত চিন সীমান্ত এলাকায়।
কিন্তু মঙ্গলবার চিনা সরকার পক্ষ থেকে পাল্টা দাবি জানানো হয় এবং তাতে বলা হয় যে শুধুমাত্র ভারতীয় সেনায় ভারতীয় সেনার আগ্রাসনে মৃত্যু হয়েছে ৫ চিনা সৈনিকেরও। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ভারতীয় সেনা ও প্রতিরক্ষামন্ত্রক।
তবে পরিস্থিতি যাই হোক না কেন এবার লাদাখে ভারত-
চিন সীমান্তে ব্রাহ্মোসের মোতায়েন নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল।