
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বলিউডে ফের দুঃসংবাদ। শুটিং চলাকালীনই ব্রেন স্ট্রোকের কবলে পড়েন আশিকি খ্যাত অভিনেতা রাহুল রায়। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছে। আপাতত ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি।এলএসি: লিভ দ্য ব্যাটল ছবির শুটিংয়ের জন্য কার্গিলে ছিলেন অভিনেতা। যেখানে বর্তমানে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। আর সেখানকার আবহাওয়াই সহ্য করতে পারেননি তিনি। জানা গিয়েছে, শুটিং চলাকালীনই ব্রেন স্ট্রোক হয় রাহুল রায়ের। প্রথমে তাঁকে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যান তাঁর শুটিংয়ের টিম। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিলম্ব না করে মুম্বইয়ে এনে ভর্তি করা হয় অভিনেতাকে। ভর্তির পরই নিয়ম মাফিক করোনা টেস্ট করা হয় তাঁর। তবে সৌভাগ্যক্রমে রিপোর্ট নেগেটিভ আসে। এমন খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। তবে অভিনেতার ভাই রোমির সেন জানিয়েছেন, আগের তুলনায় খানিকটা ভাল আছেন রাহুল রায়। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।