fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

বিরুদ্ধ পরিস্থিতির মধ্যেও লকডাউন তুলে নেওয়ার ইঙ্গিত ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ব্রাজিলের পরিস্থিতি। ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার ছাড়ালো ২০ হাজার। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর লকডাউন তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

করোনা ভাইরাস নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) দেশটির সর্বশেষ তথ্যে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় ১,১৮৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭ জন।
চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে।৩ লাখ ১০ পার হওয়া আক্রান্তের সংখ্যা নিয়ে বিশ্বে আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে আছে ব্রাজিল। পাশাপাশি সতেরো হাজার বেশি আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজা্র।

Related Articles

Back to top button
Close