
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে নয়া মোড়। অভিনেতা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্ত কে মানসিক হেনস্থা ও আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করলেন সুশান্তের বাবা।
মঙ্গলবারসুশান্তের বাবা সুশান্তের প্রেমিকার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন। সুশান্তের পরিবারের দাবি, আর্থিক প্রতারণার ছাড়াও সুশান্তের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছেন রিয়া।
প্রসঙ্গত উল্লেখ্য ১৪ ই জুন সুশান্তের মৃত্যুর পর এখন পর্যন্ত বলিউডের একাধিক প্রভাবশালী পরিচালক-প্রযোজকদের মুম্বাই পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে। চলতি সপ্তাহেই করণ জোহরকে জেরার জন্য সমন জারি করেছে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ।