৩০০বছরের ঐতিহ্যে ছেদ! হচ্ছে না গোবরডাঙার জমিদার বাড়ির দুর্গাপুজো

রুদ্র নারায়ণ রায়, গোবরডাঙা: ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্য ও আভিজাত্যের ভাঁটা পড়ল করোনার কারণে, এবার বন্ধ গোবরডাঙা জমিদারবাড়ি ঠাকুর দালানের দুর্গাপুজো। মূল বাড়িটি চারিদিকে আগাছায় ভরে গিয়েছে। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মাধ্যমে এক প্রকার পূজার সূচনা হয়ে যেত গোবরডাঙার জমিদার বাড়িতে। ঠাকুরদালানে বসেই তৈরি হতো প্রতিমা। জমিদার বাড়ির এই দুর্গা ঠাকুর, প্রসন্নময়ী দুর্গা নামেই পরিচিত গোটা এলাকায়।
আরও পড়ুন:সন্ধ্যারতির পরই বাংলাদেশের পুজোমণ্ডপ বন্ধ, জানাল পূজা উদযাপন পরিষদ
ছিয়াত্তরের মন্বন্তর, সিপাহী বিদ্রোহ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৭১ এর মন্বন্তর কিছুতেই পুজো বন্ধ হয়নি। তবে এবার করোনা সমস্ত রেওয়াজ ওলট-পালট করে দিয়েছে। পরিবারের বেশির ভাগ সদস্যই থাকেন বিদেশে। তবে পুজোর কটা দিন সবাই এই বাড়িতেই ফিরে আসেন। তবে এ বছর করোনার কারণে জমিদার বাড়ি তরফে পুজো বন্ধ রাখার সিদ্ধান্তে বাইরে থেকে আসবেন না কেউই। তবে ঠাকুরদালানে পুজো না হলেও, এবার পাশের মা কালীর মন্দিরে ঘট পুজোর মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পুজোর এ কটা দিন সর্বসাধারণের জন্য দ্বার উন্মুক্ত থাকে জমিদারবাড়ির। ভিড় এড়াতে ও করোনাবিধি মানতে পুজো বন্ধের এই সিদ্ধান্ত। পুজো না হওয়ায় জমিদার বাড়ির সদস্যদের পাশাপাশি, মন খারাপ ঐতিহ্যের শহর গোবরডাঙার।