
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার সকালে ৭১ বছর বয়সী উপরাষ্ট্রপতির কোভিড ১৯ টেস্ট হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি উপসর্গহীন ও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে।
সূত্রের খবর, উপরাষ্ট্রপতিকে হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেঙ্কাইয়া নাইডুর স্ত্রী ঊষা নাইডুরও কোভিড টেস্ট হয়েছিল। যদিও তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনিও সেল্ফ আইসোলেশনে রয়েছেন।