fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সমুদ্রেও আগ্রাসী হচ্ছে ভারত! INS Chennai থেকে উৎক্ষেপণ হল সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আইএনএস চেন্নাই থেকে রবিবার ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিআরডিও। স্টিল্থ ডেস্ট্রয়ার জাহাজ আইএনএস চেন্নাই সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি। আরব সাগরে লক্ষ্য স্থি র করে মিসাইল ছোড়া হয়েছিল। এবং মিসাইলটি দক্ষতার সঙ্গে পিন–পয়েন্ট নিশানায় লক্ষ্যভেদ করে। প্রধান লক্ষ্যভেদের‌ অস্ত্র ব্রহ্মোস মিসাইল ভারতীয় নৌ বহিনীকে আরও শক্তিশালী এবং আক্রমণাত্মক করে তুলবে। নৌ বাহিনীর যুদ্ধজাহাজগুলি অজেয় হয়ে উঠবে। এই মিসাইলগুলি অনেক দূরের লক্ষ্যভেদে সক্ষম। নৌ বাহিনী এর ফলে আরও প্রায় উচ্চক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে। এদিন পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এমনটাই বলেছে ডিআরডিও।

Related Articles

Back to top button
Close