
নয়াদিল্লি: “ভারতীয় স্কোয়াডে ওর সুযোগ না পাওয়ার কারণটাই আমি বুঝতে পারছি না।’’ সূর্যকুমারের দলে স্থান না হওয়ায় এই বিষয়ে মুখ খুললেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা। সূর্য সুযোগ না পাওয়ায় কিছুটা অবাক ক্যারিবিয়ান কিংবদন্তি। লারা বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই সুযোগ দলে থাকা উচিত ছিল। ও একজন জাত ক্রিকেটার।’’ এরপর তাঁর সংযোজন, ‘‘আমি শুধুমাত্র রান করা দিয়ে ক্রিকেটারের বিচার করি না। আমি দেখি তার টেকনিক, চাপ নেওয়ার ক্ষমতা, কোন পজিশনে সে ব্যাটিং করতে আসছে এবং দলকে কী উপহার দিচ্ছে। আইপিএলে মুম্বইয়ের হয়ে এই সবকটা জিনিসই দুর্দান্তভাবে সামলেছে সূর্যকুমার। ও ঠিক রোহিত এবং কুইন্টন ডি ককের পরে তিন নম্বরে ব্যাট করতে নামত যখন দল চাপের মধ্যে থাকত।’’
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, ‘‘মনে রাখবেন, যে কোনও দলের তিন নম্বরে ব্যাট করতে নামা ক্রিকেটাররা হল আপনার সেরা অস্ত্র। বেশিরভাগ ক্ষেত্রেই সে দলের সেরা ক্রিকেটার, সবথেকে ভরসার। আমি মনে করি এই কাজটা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ খেলেছে সূর্যকু মার। তাই ভারতীয় স্কোয়াডে ওর সুযোগ না পাওয়ার কারণটাই আমি বুঝতে পারছি না।’’