প্রয়াত ‘JAMES BOND 007’ খ্যাত অভিনেতা শন কনারি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন বিখ্যাত হলিউড অভিনেতা শন কনারি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার তাঁর পরিবারের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। ৬০-এর দশকের জেমস বন্ড নাম চরিত্র সিনেমায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই স্কটিশ অভিনেতা।

মোট সাতটি জেমস বন্ড স্পাই থ্রিলারে অভিনয় করেছেন তিনি।

Sir Sean Connery has died at the age of 90. He was the first actor to play James Bond on the big screen in Dr. No in 1962, From Russia With Love, Goldfinger, Thunderball, You Only Live Twice and Diamonds Are Forever followed. pic.twitter.com/VaFPHCM5Ou
— James Bond (@007) October 31, 2020
শন কনারির পরিবার সূত্রে খবর, বেশ কিছু কাল ধরেই অসুস্থ ছিলেন স্কটিশ অভিনেতা। মৃত্যুকালে বাহামা দীপপুঞ্জে ছিলেন নবতিপর শন। সেখানেই মারা যান তিনি। ‘ডক্টর নো’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, ‘ডায়মন্ডস আর ফরেভার’, ‘নেভার সে নেভার এগেইন’— একের পর এক ফিল্মে বন্ডকে জীবন্ত করে তুলেছিলেন স্যর শন।
গত শতকের ছয়ের দশকে রুপোলি পর্দার বন্ডের চরিত্র এক সময় তাঁর কেরিয়ারে তুমুল সাফল্য এনে দিয়েছিল। ১৯৬২ থেকে ’৮৩ পর্যন্ত একের পর এক ৭টি বন্ড-ফিল্মে দেখা গিয়েছিল শন কনারিকে। এমনকি সে সময়কার ফ্যানেদের বিচারে সেরা ‘০০৭’ তিনিই।