জলের তোড়ে ভেসে গেল অর্ধেক ব্রিজ, প্রকাশ্যে সেই ছবি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণের জেরে জম্মু-কাশ্মীরে ভেসে গেল অর্ধেক ব্রিজ। প্রকাশ্যে এল সেই ছবি। বুধবার থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায়। আর তার জেরেই এই ভয়াবহ ঘটনা। ব্রিজের প্রায় অর্ধেক অংশ ভেসে গেছে তাউই নদীতে। গত কয়েকদিনে বৃষ্টির জেরে হতাহতের ঘটনাও ঘটেছে। সোমবার ধস নেমে মৃত্যু হয়েচে ৪ জনের।
বুধবার দ্বিতীয় দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ২৭০ কিলোমিটার জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে। রামবান জেলার একাধিক জেলায় ভূমি ধসের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকেই যান চলাচল ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপনের একমাত্র উপায় হল এই হাইওয়ে। আর এরমধ্যেই ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা ঘটল।
শুধুমাত্র জম্মু-কাশ্মীর নয়, দেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।