মাদক পাচার করতে গিয়ে মালদায় পুলিশের জালে ১,

মিল্টন পাল,মালদা: করোনা আবহে লকডাউনের সুযোগে রাতের অন্ধকারে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৮২ গ্রাম ব্রাউন সুগার।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার ইমামজাগির এলাকা থেকে ওই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আইনুল শেখ। বাড়ি ইমামজাগির এলাকায়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও এই মাদক কারবারীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক এবং একটি মোবাইল। ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে মোটরবাইকে করে ওই ব্রাউন সুগারগুলি নিয়ে কোথাও পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল অভিযুক্ত ওই মাদক কারবারি । গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ জানিয়েছে,ওই মাদক কারবারি কালিয়াচক এলাকার কোন একটি জায়গা থেকে ব্রাউন সুগার গুলো সংগ্রহ করেছিল। সেটি মালদা শহরে কোথাও সরবরাহ করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।এর মুল পান্ডার খোঁজে তল্লাশী শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।