fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

নৃশংস! যৌনাঙ্গ কাটা অবস্থায় সৎ বাবার দেহ উদ্ধার, পাশে পড়ে মেয়ের নিথর দেহ, পলাতক জামাই

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: নৃশংসভাবে শ্বশুর ও স্ত্রীকে খুন করে পলাতক জামাই। শরীরে একাধিক জায়গায় আঘাত সহ যৌনাঙ্গ কাটা অবস্থায় শ্বশুরদের উদ্ধার করেছে পুলিশ। সোনারপুরের সুভাষগ্রামের সুকান্ত সরণী এলাকার ঘটনা। মৃতের নাম বাসুদেব গাঙ্গুলি ও সুনীতা পন্ডিত।

আরও পড়ুন:এবার করোনার থাবা মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার বাড়িতে, স্ত্রী করোনা পজিটিভ

আজ সকালে এলাকার বাসিন্দারা বিষয়টি সোনারপুর থানাকে জানালে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। মৃত বাসুদেব গাঙ্গুলির শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল ও তার যৌনাঙ্গ কাটা ছিল। মহিলার গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন ছিল বলে স্থানীয় সূত্রে খবর। কী কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

বাবা ও মেয়ের মধ্যে কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই পলাতক জামাই রমেশ পন্ডিত। তার সন্ধানে তল্লাশি চলছে।

Related Articles

Back to top button
Close