fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

এবার করোনায় আক্রান্ত হলেন ইয়েদুরাপ্পা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রবিবার নিজে টুইট করে আক্রান্ত হওয়ার খবর দেন।

nbsp;

রবিবার রাত ১১ টা ৩০ নাগাদ নিজের টুইট করে লেখেন, ” আমি কোভিড পজি়টিভ। যদিও আমি ভাল আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে।”

উল্লেখ্য,  রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, তিনি করোনায় আক্রান্ত। জানা গিয়েছে, তাকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা প্রতি মুহূর্তে তাঁর অক্সিজেন লেভেল-সহ শরীরের অন্যান্য দিকগুলিতে নজর রাখছেন। উল্লেখ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কোমর্বিডিটি রয়েছে, ফলে চিকিৎসকদের আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে।

Related Articles

Back to top button
Close