বাগদার বাঁশঘাটা সীমান্তে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, ঘটনাস্থলে বিএসএফ ও পুলিশ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বাগদার বাঁশঘাটা সীমান্তে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিবৃদ্ধ মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে যায় বিএসএফ ও পুলিশ।উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাঁশঘাটা বিওপি এলাকার ঘটনা। ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ভিতরে ভারতীয় জায়গায় সোমবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবৃদ্ধ মৃতদেহ দেখতে পান চাষিরা l খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ-এর ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের কর্তারা l
বিএসএফ এর পক্ষ থেকে কোন গুলি চালানোর হয়নি বলে বিএস সূত্রে খবর l ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ l পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তি বাংলাদেশী , এবং বাংলাদেশ থেকে মেরে ভারতীয় জমিতে মৃতদেহ ফেলে রেখে গেছে।
মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে বিএসএফ। কী কারণে খুন করা হল ওই ব্যক্তিকে পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।