নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান। মৃতের নাম বিকাশ কুমার(২৮)। বাগদায় বিএসএফের কনস্টেবল ছিলেন তিনি।
উত্তর ২৪ পরগনা বাগদা থানার চোয়াটিয়া বিওপিতে কর্মরত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ কুমার। রবিবার সন্ধ্যায় ডিউটি থেকে বিওপিতে ফেরার সময় নিজের ইনসাস রাইফেল থেকে নিজের দেহের দিকে তাক করে গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ও বিএসএফ জওয়ানরা আহত ব্যক্তিকে গুরুত্বর অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে।
সেখানে নিয়ে গেলে বনগাঁ হাসপাতালে চিকিৎসকরা ওই বিএসএফ জওয়ান বিকাশকে মৃত বলে ঘোষণা করে, ওই বিএসএফ জওয়ানের কি কারণে মৃত্যু হল তা নিয়ে তদন্তে নেমেছে তদন্তকারী অফিসাররা। ওই জওয়ানের দেহটি ময়নাতদন্ত করার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।