লক্ষাধিক টাকার ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: লক্ষাধিক টাকার ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল লাগোয়া ঘোনার মাঠ এলাকায় বাংলাদেশে পাচারের আগেই সীমান্তরক্ষী বাহিনী ও তদন্তকারী সদস্যরা এই ফেন্সিডিল উদ্ধার করে। তদন্তকারী সদস্যদের একটি টিম ইছামতী নদীতে পৌঁছায়। ফেন্সিডিল পাচারের সময় হাতেনাতে ধরে ফেলে।
[আরও পড়ুন- বৃষ্টি কমবে উত্তরে, তবে কি এবার ভাসবে দক্ষিণ? কী বলছেন আবওহাওয়াবিদরা]
বিএসএফ সূত্রে খবর, ঘোনার মাঠের ১৫৮ নম্বার ব্যাটালিয়নের বিএসএফ বাহিনী ইছামতি নদীর কাছে একটি বিশেষ সূত্রে তল্লাশি চালাচ্ছিল। সেই তল্লাশিতে ভাসমান কিছু জিনিস দেখতে পান বিএসএফ জওয়ানরা। ফেন্সিডিলগুলি জলের মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে ইছামতী নদীতে ভাসিয়ে দিয়েছিল চোরাকারবারীরা। উদ্ধারকৃত মালের বর্তমান বাজারমূল্য ৩,০৪,৩০৮ টাকা। উদ্ধারকৃত মালগুলো শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।