সংকট কাটিয়ে সুস্থতার পথে বুদ্ধদেব ভট্টাচার্য

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিপদ কাটিয়ে সুস্থতার পথে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য। সোমবার সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। ফিজিওথেরাপি চলছে, ওষুধও দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সব রকম মাপকাঠিই স্বাভাবিক আছে। এই ক’দিন রাইলস টিউবের মাধ্যমে গলা খাবার খেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার থেকে রাইলস টিউব খুলে নিজের মুখেই খাবার খাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলও খেয়েছেন তিনি। তবে এখনও আংশিক বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। জ্ঞান আছে। কথাবার্তাও বলছেন স্বাভাবিকভাবেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় ৭৬ বছর বয়স। অ্যাকিউট সিওপিডি রয়েছে তাঁর। সুস্থ হওয়ার পরে বাড়ি ফিরতে ইচ্ছেপ্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে বিজেপির সমালোচনায় মুখর হলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং
গত বুধবার সকালে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর দুপুর ২.২০-তে তাঁকে উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ক্রিটিকাল কেয়ার ডিপার্টমেন্টে পালমনোলজিস্ট চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে তাঁকে ভর্তি করানো হয়। বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল ৭০-এ। কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে ১৩১ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাঁর জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখার পর, মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। কেননা বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স ৭৬ এছাড়াও তাঁর একাধিক কোমর্বিডিটি রয়েছে। হাসপাতালে বেশিদিন থাকলে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা।