fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

গঙ্গার পাড়ে পুড়ছে করোনার দেহ, বিক্ষোভ পূর্বস্থলীতে

নিজস্ব সংবাদদাতা,কালনা: শ্মশান নয়,রাতের অন্ধকারে গোপনে করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারের উদ্যোগ নেওয়া হয় গঙ্গার পাড়ে!শুধু তাই নয় সেখানে পড়ে রয়েছে মৃতদেহর পোড়া অংশ এমনিই অভিযোগ তুলে ধরে শনিবার বিকাল থেকে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের কমলনগর গ্রামের বাসিন্দারা। শুধু তাই নয় পড়ে থাকা মৃতদেহর পোড়া অংশ তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি এইভাবে মৃতদেহ না পোড়ানোর দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও উত্তেজনা চলে শনিবার রাত পর্যন্ত।

খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশবাহিনী।পূর্বস্থলীর কমলনগর গ্রামের বাসিন্দাদের অভিযোগ গত বৃহস্পতিবার গভীর রাতে কমলনগরের ভাগীরথী নদীর পাড়ে পুলিশের উপস্থিতিতে গোপনে এক ব্যক্তির মৃতদেহ সৎকার করা হয়।আর তা নজরে আসে শুক্রবার সকালে।করোনা আবহে এইভাবে গোপনে মৃতদেহ সৎকারের কারনে এলাকার মানুষের সন্দেহ করোনা রোগীর মৃতদেহ ওই এলাকায় সৎকার করা হচ্ছে গোপনে।শুধু তাই নয় ফেরিঘাট এলাকায় এইভাবে কেন গোপনে দেহ সৎকার করা হবে এই অভিযোগ তুলে সরব হোন স্থানীয়রা।স্থানীয় বাবলু মন্ডল,মিলন মন্ডলরা বলেন,‘এই গ্রামে মানুষ ভাগীরথী নদীর জল ব্যবহার করেন,স্নান করেন।পাশেই রয়েছে একটি পানীয় জলের প্রকল্প ও ফেরিঘাট।অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে ওই এলাকা দিয়ে।শুধু তাই নয় মৃতদেহর সৎকার তো শ্মশানে করা হয়।হঠাৎ করে রাতের অন্ধকারে এই স্থানে কেন করা হবে?বৃহস্পতিবার রাতে ওই জায়গায় মৃতদেহ পুড়িয়ে চলে যায়।শুক্রবার সকালেই নজরে আসে পোড়া জায়গা ও পড়ে থাকা মৃতদেহর পোড়া অংশ।

এরপরেই শনিবার ওই এলাকায় পুলিশ এলে পুলিশকে সেইটাই তুলে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়।’এই দাবি নিয়ে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ চলে রাত পর্যন্ত।এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাসকে ফোনে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Articles

Back to top button
Close