fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত দিনহাটা দুই ব্লকের বুড়িরহাট

জেলা প্রতিনিধি, দিনহাট: রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা দুই ব্লকের বুড়িরহাট। তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের সংঘর্ষে  ঘটনায় আহত হয়  উভয় দলের কয়েক জন। মঙ্গলবার রাতের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বেশ একটি মোটর বাইক ভাঙচুর করা হয়। তাদের  মধ্যে  তিনজন  দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে ভাবনা প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য, দিন কয়েক আগে এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন রাতে দিনহাটার বুড়িরহাট এলাকায় তৃণমূলের বাইক মিছিল চলছিল। তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় একটি মোটর বাইক ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আরও পড়ুন:দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২০১২ এসএসসি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট

এ বিষয়ে বিজেপি নেতা প্রদীপ বর্মণ বলেন, এদিন রাতে তৃণমূলের একটি বাইক Rally চলছিল। সেই Rally থেকে কতিপয় তৃণমূল কর্মী বিজেপি কর্মী অলক বর্মণের বাড়িতে গিয়ে তাকে এবং তার দাদাকে মারধর করে।  এর ফলে অলক বর্মণ অসুস্থ হয়ে পড়ে। তাকে বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য পাঠানো হয়।
এ বিষয়ে বুড়িরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সাত্তার বলেন, আমাদের দুই দলীয়কর্মী একটি বাইকে করে বুড়িরহাট বাজার থেকে বাড়িতে ফিরছিল। সেই সময় একজন বিজেপি কর্মী তাদের মারধর করে এবং বাইকটিকে ভাঙচুর করে। দুই তৃণমূল কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যে এক জনকে পুলিশ আটক করে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close