পশ্চিমবঙ্গহেডলাইন
বারোবিশা উচ্চ বিদ্যালয়ের ঘর থেকে উদ্ধার বার্মিজ পাইথন, এলাকায় তীব্র আতঙ্ক

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বারোবিশা উচ্চ বিদ্যালয়ের একটি ঘর থেকে উদ্ধার হল বার্মিজ পাইথন। মহাসপ্তমীর দিন এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন স্কুলের নিরাপত্তা কর্মী সাপটিকে দেখতে পান বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরের চালে জড়িয়ে থাকতে। তিনি স্কুলের প্রধানশিক্ষক বিষয়টি জানান।
প্রধান শিক্ষক খবর দেন কামাক্ষ্যাগুড়ি ভলান্টিয়ার্স অর্গাইনেজশন। খবর পেয়ে কামাক্ষ্যাগুড়ি ভলান্টিয়ার্স অর্গাইনেজশনের তিনজন সদস্য স্কুলে এসে সাপটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেন।
বন দফতরের ভল্কা রেঞ্জ সূত্রে জানা গেছে, তারা সাপটিকে অক্ষত অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়েছেন। তাদের ধারণা সাপটি স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া সেচ নালার জলে ভেসে এসেছে। জনবহুল এলাকায় স্কুল থেকে সাপটি উদ্ধার হওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।