fbpx
দেশহেডলাইন

ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তরপ্রদেশে, গুরুতর আহত বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভোরবেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, দিল্লি থেকে বিহারের মধুবনি যাওয়ার পথে ৪৫ জন যাত্রী ভর্তি বাস উলটে পড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৩.৩০ নাগাদ উত্তরপ্রদেশের এটাওয়া জেলার লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে।

সূত্রের খবর, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩০ জন। তাঁদের প্রত্যেককেই নিয়ে যাওয়া হয়েছে সাইফাই মেডিকেল ইনস্টিটিউটে। বাকি ২৯ জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই খবর জানিয়েছেন এটাওয়া-র এসএসপি আকাশ তোমার। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, রবিবার রাতে গুজরাটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত আরও ৪। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে খেড়া জেলার নাদিয়াদের কাছে ৮ নম্বর জাতীয় সড়কে।

যদিও পুলিশ জানিয়েছে অহমদাবাদ-ভদোদরা ৮ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। আহতদের নিয়ে যাওয়া হয় নাদিয়াদের সিভিল হাসপাতালে। নাদিয়াদ ফায়ার সুপারিনটেনডেন্ট দীক্ষিত পটেল জানিয়েছেন এই কথা।

Related Articles

Back to top button
Close