যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজ্যের মানুষের দুর্দশার দিনে বাসভাড়া না বাড়াবার অনুরোধ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বাসভাড়া বাড়ার রাস্তা থেকে সরেননি বাস মালিকেরা।কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠকে বসছেন বাস মালিকদের সংগঠন।বুধবার শহর ও শহরতলির ১৩ রুটে বাসভাড়া একতরফাভাবেই বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকেরা। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী তাঁদের অনুরোধ করেছিলেন, সাধারণ মানুষের জন্য এখন অন্তত ভাড়া না বাড়াতে। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় বাস মালিকেরা।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যেই উল্টো সুর! করোনা নয়, করোনিল জ্বর-সর্দির ওষুধ, লাইসেন্সের আবেদনে জানিয়েছিল পতঞ্জলি
বাস মালিকদের বক্তব্য, ডিজেলের দাম ক্রমশই বাড়ছে। পেট্রোলের চেয়েও ডিজেলের দাম বেশি। তার উপর দু’মাস ব্যবসা বন্ধ থাকায় প্রচণ্ড লোকসানে রয়েছেন তাঁরা। সেই কারণেই এই দাম বৃদ্ধি। যে রুটে ভাড়া বৃদ্ধি পেল সেগুলি হল ২২৩ ২২১, ২১৯, ২১৯/১, কেবি-২১, ৯৩, ৩০ডি, ডিএন-৮, ৩০বি, ৩০বি/১, ৪৫এ, ৪৫বি।কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধের পর ঘরে-বাইরে চাপ বাড়ে মালিকদের। ফলে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন তাঁরা।