
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বাসমালিকরা এবার দাবি আদায়ে পথে নামার সিদ্ধান্ত নিল। আগামী বুধবার ‘ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে পথে নামছেন পরিবহণ কর্মীরা।
সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, ‘লকডাউনের ফলে আমরা বাস মিনিবাস মালিকরা বিপুল ক্ষতির মুখে পড়েছি। রাজ্য সরকারের পাশাপাশি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, সুদবিহীন মোরাটেরিয়াম পিরিয়ড, ইন্সুরেন্স সার্টিফিকেটের ৬ মাস মেয়াদ বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম কমানো সহ একাধিক দাবিতে গত ২৬ জুন রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করি। কোন উত্তর না পেয়ে গেলাম ২০ জুলাই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানাই। কোন সদুত্তর না পেয়ে আগামী ১২ আগস্ট দাবি আদায়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছি।’
আগামী বুধবার দুপুর ১২ টায় শ্যামবাজার ৫ মাথার মোড়ে, দুপুর ২ টোয় ধর্মতলা মেট্রো চ্যানেলে, এক্সাইড মোড়ে বিকেল ৩ টে, কালিঘাট বিকেল ৩ টে৩০ মিনিট ও গড়িয়াহাটে বিকেল ৫ টায় বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভের জেরে বলাইবাহুল্য আগামী বুধবার যাত্রীরা দুর্ভোগে পড়বেন।