
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চিৎপুর সেতু বন্ধ রাখার জন্য বাস চলাচল করবে ঘুরপথে। কলকাতা পুলিশের তরফ থেকে গত ৯ জুলাই এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। ২৪২ এবং ৪৩ নম্বর বাসের যাত্রাপথ কোন রুট দিয়ে চলাচল করবে তা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জারি করা নির্দেশিকা মেনে নির্দিষ্ট সময়ের পর কাশীপুর রাস্তা দিয়ে দক্ষিণ থেকে উত্তরমুখী আসা বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই বাসগুলিকে পাঠানো হচ্ছে পিকে মুখার্জি রোড দিয়ে। অন্যদিকে কাশীপুর রোড ধরে চিৎপুর দিয়ে যাওয়া দক্ষিণমুখী বাসগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই বাসগুলিকে পাঠানো হচ্ছে খগেন চ্যাটার্জি রোড দিয়ে। চিড়িয়ামোড় হয়ে বিটি রোড ধরে লক গেট ফ্লাইওভার হয়ে যাবে ওই বাসগুলি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নিয়মে চলবে বাস। ওই নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই রুটের বাসগুলিকে খগেন চ্যাটার্জি রোড ধরে চিড়িয়ামোড়, পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড হয়ে যাবে।