fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ব্যবসায়িক বচসার জের, যাত্রী সহ গাড়িতে আগুন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: যাত্রী সহ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। গাড়ির ভিতরে অগ্নিদগ্ধ হলেন ৩ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এমনই নির্মম ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় যে, একটি সাদা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। দাউ দাউ করে আগুন জ্বলছে গাড়িতে।

রিয়েল এস্টেটের বিরোধের জেরে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে যে, বেণুগোপাল রেড্ডি ও গঙ্গাধর নামে দুই ব্যক্তি যৌথভাবে ব্যবসা করত। তাঁরা মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করত। তাঁদের ব্যবসা ভালো না চলায় বেণুগোপাল এবং গঙ্গাধর আলাদা হয়ে যায়।

[আরও পড়ুন- এবার করোনায় আক্রান্ত বায়োকন প্রধান কিরণ মজুমদার শ!]

পুলিশ সুত্রের সাদা রঙের ওই গাড়িতে আগুন ধরিয়েছে বেণুগোপাল রেড্ডি নামে এক যুবক। এই ঘটনার পর থেকে সে পলাতক। জানা গিয়েছে, গঙ্গাধর, তাঁর স্ত্রী এবং তাঁর এক বন্ধু সোমবার বেণুগোপাল রেড্ডির সাথে দেখা করতে যান। সেখানে বেণুগোপাল রেড্ডি সহ চারজন গাড়ির মধ্যে বসেই কথা বলছিল। সেইসময় বেণুগোপাল সিগারেট খেতে গাড়ি থেকে নামে। মদের বোতলে করে পেট্রোল এনে গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

 

Related Articles

Back to top button
Close