‘আমার থেকে টাকা নেওয়া হোক, আমি সব টাকা ফেরৎ দিতে চাই’, করোনা আবহে সাহায্যের আর্জি বিজয় মালিয়ার
যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ বুধবার অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টায় ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রথম ধাপ ঘোষণা করেছে অর্থমন্ত্রক। এবার সেই প্যাকেজের ভূয়সী প্রশংসা করলেন ব্যবসায়ী বিজয় মালিয়া। পাশাপাশি, তাঁর অভিযোগ, বারংবার অনুরোধ করলেও তাঁর কথায় কর্ণপাত করছে না সরকার। ফেরত নিচ্ছে না ধারের টাকা।
বৃহস্পতিবার সকালেই বিজয় মালিয়া টুইট করেন। তিনি লিখছেন, “কোভিড প্যাকেজের জন্য সরকারকে শুভেচ্ছা। যত খুশি টাকা ছাপান তারা। কিন্তু আমার মতো একজন সাধারণ দাতার কথায় কেন কর্ণপাত করা হচ্ছে না? আমি তো ঋণের ১০০ শতাংশ টাকা ফেরত দিতে চাই। সরকার দয়া করে এই অর্থ নিঃশর্তে গ্রহণ করে এই অধ্যায় শেষ করুক।”
উল্লেখ্য, এই প্রথম নয়। করোনা আবহে একাধিকবার মুখ খুলেছেন বিজয় মালিয়া। বলেছেন, “আমি কিংফিশারের সমস্ত ঋণের টাকা ফিরিয়ে দিতে চাই। ব্যাঙ্ক আমার থেকে টাকা ফেরত নিচ্ছে না। ” ঋণখেলাপি ফেরারদের তালিকায় প্রথমেই রয়েছেন বিজয় মালিয়া। ঋণ ফেরানোর ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে বিজয় মালিয়াকে মোট ফেরাতে হবে ৬২০০ কোটি টাকা। কিংফিশার কর্তার অবশ্য দাবি, তিনি ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন।