বীরভুম থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ

দিব্যেন্দু রায়, মঙ্গলকোট: চুরির ঘটনার সাত দিনের মাথায় চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হল মঙ্গলকোট থানার পুলিশ। ধৃত বাইক চোর সাদ্দাম শেখকে জেরা করে বীরভুম জেলার শিয়ালা গ্রাম থেকে ওই বাইকটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
[আরও পড়ুন- সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আকস্মিক মৃত্যু, শোক স্তব্ধ সহকর্মীরা]
জানা গেছে, গত সোমবার মঙ্গলকোটের পালিশগ্রামের বাসিন্দা রবিউল হক নামে এক ব্যক্তির নীল রঙের ওই অ্যাপাচে বাইকটি স্থানীয় বাজার থেকে চুরি হয়ে যায়। বাইক মালিক এনিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্তে নামে পুলিশ। শেষে সিসিটিভি ফুটেজের সুত্র ধরে পুলিশ বাইক চোর মঙ্গলকোটের ঝিলু গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখের সন্ধান পায়। পরের দিন রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু তখনও চুরি যাওয়া বাইকের কোনও হদিশ পাওয়া যায়নি। তাই বাইকের সন্ধান পেতে পরের দিন ধৃতকে আদালতে তুলে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। কিন্তু বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
জানা গেছে, ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার পর জেরা করে পুলিশ জানতে পারে বীরভূম জেলার শিয়ালা গ্রামের বাসিন্দা এক ব্যক্তিকে সে ওই বাইকটি বিক্রি করে দিয়েছে। পরে সেখান থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলকোট থানার পুলিশ। সোমবার ধৃত বাইক চোর সাদ্দাম শেখকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।