
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়। তার সঙ্গে নাম জড়িয়েছে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেলের। ইতিমধ্য অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে হদিশ চালিয়ে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি। স্বভাবতই পার্থকে নিয়ে অস্বস্তিতে শাসক দল। এদিকে আজ রাজ্যে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই কি আজ চরম সিদ্ধান্ত পারেন মুখ্যমন্ত্রী।
দলের সঙ্গে দূরত্ব বেড়েছে পার্থর। এটা কারুর বুঝতে বাকি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, আদালতে দোষ প্রমাণ হলেই দলের তরফে সে যেই হোক না কেন দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থ নেবে। এই চাপানউতোরের মধ্যে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় পার্থ চট্টোপাধ্যায়কে ‘মন্ত্রী’ বা ‘তৃণমূলের মহাসচিব’ বলে আর সম্বোধন করা হচ্ছে না। দলীয় মুখপত্রের দ্বিতীয় পাতায় এখনও সম্পাদক হিসাবে ড. পার্থ চট্টোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। অবশ্য প্রকাশিত খবরের কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের নামের আগে মন্ত্রী বা মহাসচিব উল্লেখ করা হয়নি। সম্পাদক হিসাবে নামের ক্ষেত্রে অবশ্য মন্ত্রী বা মহাসচিব উল্লেখ করা হয় না।