লকডাউন উঠলেই CU সেমিস্টার, নির্দেশ রাজ্যের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:লকডাউন মিটলেই দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে গুলির ফাইনাল সেমিস্টার। শনিবার ভিডিও কনফারেন্স করে উপাচার্যদের নির্দেশ দিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার এক মাসের মধ্যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। কি পদ্ধতিতে এবং কত নম্বরের পরীক্ষা হবে তা ঠিক করবে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য সেমিস্টার এর ভবিষ্যৎ কি তাও ঠিক করবে বিশ্ববিদ্যালয়।’ শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও উপাচার্যদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়। বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর।
সামাজিক দূরত্ব মানতে হোম সেন্টারে ধাপে ধাপে হতে পারে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তাবে সায় রাজ্য সরকারের। করোনা মোকাবিলায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে একাধিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের।