আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
দেশের সুরক্ষার্থে পাকিস্তান সহ ১৩ টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করল UAE

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নিজেদের দেশের সুরক্ষার দাবিতে পাকিস্তান সহ ১৩ টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করল UAE. সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, তুর্কি, ইরান, সিরিয়া আর সোমালিয়া সমেত ১৩ টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দিল UAE. এছাড়াও এই নিষেধাজ্ঞা আলজেরিয়া, কেনিয়া, লেবনান, টিউনিশিয়া আর তুরস্কের নাগরিকদের উপরেও লাগু হবে।
জানা গিয়েছে যে, রোজগার আর যাত্রা ভিসার জন্য আবেদন করা পাকিস্তান, আফগানিস্তান সহ ১৩ দেশের নাগরিকদের ভিসার আবেদন রদ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞায় ব্যতিক্রমী কোনও ছাড় থাকবে কি না, তা জানা যায়নি। ভিসা বন্ধ করে দেওয়ার তথ্য রাষ্ট্রের মালিকানাধীন বিজনেস পার্ক দ্বারা জারি একটি নথী থেকে জানা গিয়েছে।